• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আহত সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১৯:০৭ | আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:১৩
নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এমন হামলা যাতে না হয় তা নিশ্চিত করা হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পেশাগত দায়িত্ব পালনের সময় ২৪ জন সাংবাদিক হামলার শিকার হন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বৈঠকে প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, আহত সাংবাদিকদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে আজই চিঠি দেওয়া হবে।

এদিকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন সাংবাদিক নেতারা। আগামী শনিবার সে সময় শেষ হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে সংগঠন দুটির নেতারা তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

/রবিউল

হাসানুল হক ইনু,সাংবাদিক,শাবান মাহমুদ,তারানা হালিম,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close