• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা সহজ হবে না: আইনমন্ত্রী

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৯:২৩
নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফিরিয়ে আনা খুব সহজ হবে না।

সোমবার (১৩ আগস্ট) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আনিসুল হক বলেন, আমাদের হাতে কিছু তথ্য রয়েছে।তা প্রকাশ করা সম্ভব নয়।প্রকাশ করলে খুনিরা জানতে পারবে এবং অবস্থান পরিবর্তন করবে।

তিনি বলেন, আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি।হয়তো আমরা সফল হবো।তখন ব্যাপারটা আপনারা সবাই জানতে পারবেন।আপাতত এ বিষয়ে আমরা আপনাদের কিছু জানাতে পারছি না।

তিনি আরও বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।এই আলোচনা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাসী।নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। নতুন একটা প্রশাসন এসেছে, তারা তাদের অন্যান্য প্রায়োরিটিস নিয়ে ব্যস্ত আছে। এটা প্রশাসনের আলাপ-আলোচনার ব্যাপার।

খুনি নূর চৌধুরী সম্পর্কে মন্ত্রী বলেন, আপনারা জানেন কানাডায় একটা আইন আছে, যদি কোনো দেশে মৃত্যুদণ্ড থাকে এবং সেই দেশে মৃত্যুদণ্ড সাজা পেতে পারে এমন কোনো আসামিকে তারা ডিপোর্ট করে না।আমার কানাডিয়ান নতুন সরকারকে বোঝানোর চেষ্টা করছি।যেহেতু তাদের আইন আছে, সেটা বহাল রেখেই কীভাবে তাকে হস্তান্তর করতে পারে সেই প্রক্রিয়া আমরা এখন আলোচনা করছি। তারা যেহেতু আলোচনা করতে রাজি হয়েছে, এজন্য আমরা আশাবাদী যে তাদের আনতে পারব।

/রবিউল

আনিসুল হক,শেখ মুজিবুর রহমান,খুনি নূর চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close