• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সদরঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৮, ১০:৩৭ | আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১০:৪১
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা স্বজনদের সঙ্গে উদযাপনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে সদরঘাটে। ভোর থেকেই মানুষের ভিড়ে মুখরিত ঘাট, প্লাটফর্ম, লঞ্চের ডেক আর করিডোর। নাড়ির টানে ছুটে চলছেন যে যার গন্তব্যে।

সোমবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে সদরঘাট টার্মিনাল ঘুরে এমন দৃশ্য লক্ষ্য করা যায়।

ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় এদিনই দক্ষিণাঞ্চলের ২৩ জেলার সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়বেন ধারণা করা হচ্ছে।

সোনার তরী লঞ্চের স্টাফ রাকিব জানান, এখন যাত্রীর চাপ বাড়তে থাকবে। দুপুরের পর থেকে পুরোদমে যাত্রীরা আসতে শুরু করবেন।

এদিকে সদরঘাট টার্মিনাল ছেড়ে যাওয়া হুলারহাট, পিরোজপুর, ভাণ্ডারিয়া, শরীয়তপুর, বরগুনা, ভোলা, চরফ্যাশন, দুমকি, আমতলীসহ বেশ কয়েকটি রুটের লঞ্চে ছিল যাত্রী বোঝাই। যাত্রীদের চাপে নির্ধারিত সময়ের আগে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া বরিশালগামী প্রত্যেকটি লঞ্চেও দেখা গেছে একই চিত্র।

ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা জানান, এবার আবহাওয়ার বিষয়টি খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। যেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত নৌ হুঁশিয়ারি সংকেত উঠানো যায়।

/এসএম

সদরঘাট,ঈদযাত্রা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close