• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অজ্ঞাত রোগে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ২২

প্রকাশ:  ২৬ আগস্ট ২০১৮, ১৮:৫৭ | আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৯:০৩
হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সোনাই-ত্রিপুরা পাড়ায় হঠাৎ করেই অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের তিনজনসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও একই রোগে আক্রান্ত ২২ শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৃত শিশুরা হলোএকই পরিবারের তিনজন, অন্ন রায় (০৫), সুমা রায় (০৩) ও অন্ন বালা (০৭)। তারা এক নম্বর ফরহাদাবাদ দক্ষিণ উদারীয়া এলাকার শাম কুমার চাকমার মেয়ে। অন্যজন হলো - একই এলাকার রমেশ চাকমার মেয়ে শিম‍ুনী ত্রিপুরা (০৩)।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এরা প্রত্যেকেই গত মঙ্গলবার (২১ আগস্ট) অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ার পর রোববার (২৬ আগস্ট) মারা যায়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাটহাজারীর এক নম্বর ফরহাদাবাদ এলাকার সোনাই-ত্রিপুরা পাড়া থেকে মঙ্গলবারথেকে রোববার পর্যন্ত ২২ শিশুর জ্বর ও শরীরে ছোট ছোট দাগ নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকি ১৮ জন সুস্থ আছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অজ্ঞাত রোগে যে চার শিশু মৃত্যুর কথা বলা হচ্ছে তারা সবাই বাড়িতেই মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত চিকিৎসকরা জানতে পারেনি আসলে কী রোগে ‍আক্রান্ত তারা। ইতোমধ্যে ঢাকায় পাঠানোর জন্য কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close