• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

রনি হত্যার দায় স্বীকার করে হেলপারের জবানবন্দি

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৫
নিজস্ব প্রতিনিধি

বাস থেকে ফেলে রেজাউল করিম রনি হত্যা মামলার আসামি হেলপার মানিক সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালত এই জবানবন্দি গ্রহণ করেন।

সম্পর্কিত খবর

    আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মানিক স্বীকার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রনিকে ধাক্কা দিয়ে ফেলে বাসের চাকায় পিষ্ট করে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে বাসচালক ও আরো দু'জন জড়িত ছিল।

    উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট দুপুরে নগরীর সিটি গেট এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে রনিকে মারধর করে বাস ফেলে চাকার নিচে পিষ্ট করে হত্যার অভিযোগ ওঠে।

    এই ঘটনায় ২৮ আগস্ট রাতে নিহত রনির মামা আবদুর রহমান বাদী হয়ে বাসচালক দিদারুল আলম ও সহকারী মানিক সরকারের বিরুদ্ধে আকবর শাহ থানায় হত্যা মামলা দায়ের করেন।

    পরে ১ সেপ্টেম্বর চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে মানিক সরকারকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    /রবিউল

    রেজাউল করিম রনি হত্যা,চট্টগ্রাম মহানগর,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close