• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৪ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫
স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় ৬৫ রানেই ৫ উইকেট হারিয়েছে তারা। সর্বশেষ আউট হয়েছেন মুশফিকুর রহিম। আউট হবার আগে মুশফিকের সংগ্রহ ২১ রান। মুশফিক জাডেজার দ্বিতীয় শিকার।

এর আগে শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গত ম্যাচের মতো আজও ব্যর্থ হন লিটন দাস। ইনিংসের ৫ম ওভারে ভুবনেশ্বরের বলে কেদার জাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন লিটন। তার সংগ্রহ ৭ রান।

সম্পর্কিত খবর

    তামিমের ইনজুরির কারণে সুযোগ পেয়ে ব্যাট করতে নেমে আজও ব্যর্থ হন ওপেনার নাজমুল হাসান শান্ত। ইনিংসের ৬ষ্ঠ ওভারের ১ম বলেই ৭ রান করে ক্যাচ আউট হন তিনিও। তাকে আউট করেন যাশপ্রিত বুমরাহ।

    এরপর সাকিব ও মুশফিক কিছুটা প্রতিরোধ গড়লেও রবীন্দ্র জাদেজা তার প্রথম ওভারেই ফের আঘাত হানেন। সাকিবকে আউট করে সাজঘরে পাঠান তিনি। আউট হবার আগে সাকিব ১৭ রান করেন।

    বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close