• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

তানজানিয়ায় ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৩১

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ তানজানিয়ায় ভিক্টোরিয়া লেকে যাত্রীবোঝাই ফেরি ডুবে এ পর্যন্ত ১৩১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ ফেরিডুবির ঘটনা ঘটে। ১শ’ যাত্রীধারণের ক্ষমতা থাকলেও ওই ফেরিতে প্রায় ২শ’ যাত্রীকে নেওয়া হয়েছিল। অতিরিক্ত যাত্রী নিয়েই ঘটে বিপত্তি।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উদ্ধার করা হয় ১৩১ জনের মরদেহ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দেশের রাষ্ট্রপতি জন মাগুফুলি। পাশাপাশি এর সঙ্গে যুক্তদের গ্রেফতারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এমবি নইরেরি নামে ওই ফেরিতে যে পরিমাণ যাত্রী বহন ক্ষমতা তার দ্বিগুণ যাত্রী নিয়ে তা পাড়ি দেয়। এরপরই স্থানীয় উকারা দ্বীপ ও উউকেরেই দ্বীপের মাঝে উল্টে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ঝাঁপিয়ে পড়ে বিরাট রেসকিউ টিম। একের পর এক মৃতদেহ উদ্ধার হতে শুরু করে।

শনিবার থেকে তিনদিনের শোকদিবসও ঘোষণা করা হয়েছে। ঘটনাটি দেশবাসীর কাছে জাতীয় বিপর্যয়ের সমতূল্য বলে মনে করছেন সে দেশের প্রধানরা। মৃতদের অন্ত্যোষ্টিতে যোগ দেবেন রাষ্ট্রনেতারা।

/অ-ভি

তানজানিয়া,ফেরিডুবি,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close