Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের জন্য যারা বিতর্কিত তারা মনোনয়ন পাবেন না।
শনিবার (২২ সেপ্টেম্বর) সরকারের উন্নয়নের বার্তা জনে জনে পৌঁছে দিতে আওয়ামী লীগের তৃতীয় দফা নির্বাচনী যাত্রায় কুমিল্লার ইলিয়টগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা নিজ দলের নেতাদের বিরুদ্ধে চা দোকানে বসে সমালোচনা করেন তারা মনোনয়ন পাবেন না। প্রার্থী হতে চান প্রার্থী হবেন। কিন্তু যারা বিএনপি-জামায়াতের অপকর্ম তুলে ধরবেন না তারা মনোনয়ন পাবেন না।
তিনি বলেন, আগামী ডিসেম্বর বিজয়ের মাসে নির্বাচন। এবারও আওয়ামী লীগ বিজয়ী হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ দলের ভেতর দল করবেন না, কেউ পকেট কমিটি করবেন না। এতে সমস্যা হবে।
বসন্তের পাখিরা দুঃসময়ে চলে যায়, তাই তাদের ব্যাপারে নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
/অ-ভি