• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের কোনও ব্যবস্থা নেয়নি মিয়ানমার’

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ১০:৫৬
আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গা মুসলমানরা যাতে নতুন করে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে সে লক্ষ্যে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি মিয়ানমার। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি।

এ দুই প্রতিষ্ঠান এক যৌথ প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা এখনও ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। নিজের এলাকাতেও স্বাধীনভাবে চলাফেরার অধিকার তাদের নেই।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র আন্দ্রে মাচিক এ সম্পর্কে বলেছেন, স্বাধীনভাবে চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং অনিরাপত্তার কারণে রোহিঙ্গা মুসলমানরা নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করতেও ব্যর্থ হচ্ছে।

তিনি রোহিঙ্গা মুসলমানদের এলাকা পরিদর্শন শেষে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা ও শিক্ষা গ্রহণের সুযোগ পর্যন্ত নেই। তিনি বলেন, আমরা ঘুরে দেখেছি সেখানে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের কোনো ব্যবস্থাই মিয়ানমার সরকার নেয়নি।

/রবিউল

রোহিঙ্গা মুসলমান,ইউএনডিপি,ইউএনএইচসিআর,মিয়ানমার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close