• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানবসম্পদ সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত ও পাকিস্তান

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ১৫:৪৭ | আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৬:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্বের মানবসম্পদ সূচক বা হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে এগিয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত ও পাকিস্তান। তবে তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে এশিয়ার অন্য দুই দেশ শ্রীলঙ্কা ও নেপাল। বিশ্বব্যাংক ১৫৭টি দেশের মধ্যে জরিপ চালিয়ে এই তালিকা তৈরি করেছেন। এই সূচেকের জন্য একটি দেশের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাপনের বিভিন্ন অনুষঙ্গগুলো বিবেচনা করা হয় ।

মানবসম্পদ সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপর যথাক্রমে দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকং। কিন্তু এই তালিকার নিচের দিকে রয়েছে শাদ ও দক্ষিণ সুদান।

মানবসম্পদ সূচক অনুযায়ী বাংলাদেশে জন্ম নেওয়া ৪৮ শতাংশ শিশু কর্মক্ষেত্রে উৎপাদনশীল হয়ে থাকে। প্রতিবেশি দেশ ভারতে এই হার ৪৪ শতাংশ এবং পাকিস্তানে ৩৯ শতাংশ। যা শ্রীলঙ্কায় ৫৮ শতাংশ ও নেপালে ৪৯ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে জন্ম নেওয়া ১০০ শিশুর ৯৭ জনই ৫ বছর বেঁচে থাকে। যা শ্রীলঙ্কার ক্ষেত্রে ৯৯ জন। এছাড়া বাংলাদেশে এই সূচকে বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে এগিয়ে রয়েছে। একইসঙ্গে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকার হার ৮৭ শতাংশ।

মানবসম্পদ সূচকের তালিকা অনুযায়ী বাংলাদেশের ৬৪ শতাংশ শিশুই বেড়ে ওঠে স্বাভাবিকভাবে ও ৩৬ শতাংশ শিশুর বিকাশ ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বার্ষিক বৈঠকে এই প্রতিবেদন প্রকাশ করে।

/রবিউল

মানবসম্পদ সূচক,হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স,বিশ্বব্যাংক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close