• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি ফখরুলের

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ১৯:১৪ | আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:০৫
নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিড়ম্বনায় থানায় জিডি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কোনো ফেসবুক আইডি না থাকলেও তার নামে বেশ কয়েকটি ভূয়া আইডি কে বা কারা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর পল্টন থানায় এ জিডি করেন তিনি। এ খবর নিশ্চিত করেছেন ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী।

ওই জিডিতে বলা হয়েছে, ‘আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। তবুও আমার নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করা হয়েছে। তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’। ’

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার এ কে সুলতানা সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি আমলে নিয়েছি। ডিএমপি ব্যাপারটা খতিয়ে দেখবে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূয়া আইডি খুলে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে।

/রবিউল

ফেসবুক,মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close