Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার জালালপুর গ্রামের জুতপাড়ায় মহল্লায় মিম (৮) নামের এক শিশুকে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা।
বৃহষ্পতিবার (১১ অক্টোবর) বিকাল থেকে সে নিখোঁজ ছিল। রাত ৯ টার দিকে ওই পাড়ার মসিয়ার রহমানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তালশার পুলিশ ফাঁড়ির এসআই মাহফুজ রহমান। মিমের বাবার নাম ইয়াকুব হোসেন খোকা।
পুলিশ জানায়, মিমকে বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুজতে রাতে মাইকিং ও করা হয়েছে। রাত ৯ টার দিকে জুতপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে জবাই করা লাশ গ্রামবাসি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কেন হত্যা করা হলো তা তদন্ত করে বিস্তারিত জানাবে বলে পুলিশের এসআই মাহফুজ জানান।
ওএফ