• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২১ আগস্ট রায়ের কপি দেখে পরবর্তী পদক্ষেপ: আইনমন্ত্রী

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ১৪:২২ | আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৫:৪১
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ফাইল ছবি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘২১ আগস্ট রায়ের কপি আমরা দেখবো। দেখে বিশ্লেষণ করে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া য়ায় সেই সিদ্ধান্ত নেবো।’

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মনিয়ন্দ ইউনিয়নের ইউনিয়নের তুলাই শিমুল বাজারে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। রায় কার্যকর করতে আমরা চেষ্টা করবো। কোর্টের আদেশ পালন করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা যদি সত্য হয়ে থাকে, তাহলে এ রায়ও সঠিক। এখন এ রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

মন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন জাতীয় সরকারের ব্যাপারে প্রধানমন্ত্রীই বলতে পারবেন। এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করবো না।’

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়া প্রমুখ।

-একে

২১ আগস্ট,আইনমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close