• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নতুন আইনে সাংবাদিকদের দৈনিক ৬ ঘণ্টা কাজের প্রস্তাবনা

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৮:৪৪
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকরা এখন থেকে নিজেদের শ্রমিক নয় গণমাধ্যমকর্মী হিসেবে পরিচয় দেবেন। এছাড়া তারা দৈনিক আট ঘণ্টার পরিবর্তে ছয় ঘণ্টা কাজ করবেন।

সোমবার (১৫ অক্টোবর) ‘সম্প্রচার আইন, ২০১৮’ খসড়ায় এমন বিধান যুক্ত করে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সাংবাদিকরা এতদিন শ্রমিকের মর্যাদা পেতেন। এক্ষেত্রে তাদের শ্রম আইন অনুযায়ী মূল্যায়ন করা হত। তবে নতুন আইনে শ্রম আইন থেকে সাংবাদিকদের চাকরির বিষয়টি বের করে পৃথক আইন করা হচ্ছে। ফলে সাংবাদিকরা গণমাধ্যমকর্মী হিসেবে স্বীকৃতি পাবেন। এত দিন সাংবাদিকদের চাকরির বিষয়টি শ্রম আইনের অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও বলেন, এখন থেকে সাংবাদিকরা সপ্তাহে ৪৮ ঘণ্টার পরিবর্তে ৩৬ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। বার্ষিক ছু্টি ও অন্যান্য বিষয়গুলো বিধি দ্বারা নির্ধারণ করা হবে। তাদের বেতন-ভাতা ওয়েজবোর্ড অনুযায়ী নির্ধারিত হবে।

/রবিউল

সাংবাদিক,গণমাধ্যমকর্মী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close