• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল আইন করা হয়নি: ইনু

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ১২:৩০
নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে কোনও বাধা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, কোনও অবস্থাতেই গণমাধ্যমের বিরুদ্ধে এ আইনটা করা হয়নি এবং গণমাধ্যম সংক্রান্ত কোনও শব্দ এখানে ব্যবহার হয়নি।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত নিজ বাসভবনে ‘রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এ আইনে গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে কোনও বাধা থাকছে না। আইনে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে- ‘ডিজিটাল আইনে যাই লেখা থাক এটা তথ্য অধিকার আইনের প্রাধান্য থাকবে। দেশে প্রচলিত যেসব অপরাধ সংগঠিত হয়ে আসছে সেগুলো রোধে দন্ডবিধি আছে। একই অপরাধ ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে হয়ে আসছে, সে অপরাধ আটকাতে এ আইন করা হয়েছে।

হাসানুল হক ইনু আরও বলেন, এ আইনে নতুন কোনও অপরাধের কথা আনা হয়নি। ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে দেশ রক্ষায়, অর্থনীতি, হ্যাকিং, নারী ও শিশু, প্রশাসন, বৈদেশিক সম্পর্ক রক্ষায় করা হয়েছে।

/অ-ভি

তথ্যমন্ত্রী,হাসানুল হক ইনু,ডিজিটাল আইন,গণমাধ্যম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close