• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘শনিবার ক্ষমতায় যাওয়ার উপায় বলবেন এরশাদ’

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ২০:০৩
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, শনিবার জাতীয় পার্টির মহাসমাবেশে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন এরশাদ। কীভাবে তার নেতৃত্বে আাগামীতে ক্ষমতায় যাওয়া যায় সেসব কথাও বলবেন তিনি। এছাড়া কীভাবে সুশাসন নিশ্চিত করা যায় সেই দিক-নির্দেশনামুলক বক্তব্যও দেবেন এদিন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি। এদিনের প্রস্তুতি সভাটির আয়োজন করে জাতীয় কৃষক পার্টি।

হাওলাদার আরও বলেন, এরশাদ সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি যে বক্তব্য দেবেন সারা বিশ্বের মানুষ শুনবে। মুহুর্তে সেই বক্তব্য ভাইরাল হয়ে যাবে।

শনিবারের মহাসমাবেশে সারাদেশের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে মন্তব্য করেন জাপা মহাসচিব।

এদিনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। তিনি বলেন, শনিবারের মহাসমাবেশ জাতীয় পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ দিন নির্ধারণ হবে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে কি আসবে না।

প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখবেন- আব্দুল কুদ্দুস মানিক, জাতীয় পার্টির নেতা কাজী মোহাম্মদ রমজান ভুইয়া প্রমুখ।

/রবিউল

জাতীয় পার্টি,রুহুল আমিন হাওলাদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close