• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ঐক্যফ্রন্টের জনসভা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে’

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০১৮, ১২:৫১ | আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৩:২৪
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। আগামী নির্বাচনে ভরাডুবির ভয়ে সরকার বিরোধী দলের উপর আগাম আক্রমণ চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রহুল কবির রিজভী বলেন, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলমান ধরপাকড়ের মাত্রা প্রতিদিনই বৃদ্ধি পেয়েছে। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী সারা শহরজুড়ে গত দুই দিন ধরে সান্ধ্য আইন জারি করেছে।

সংসদে কালো আইন পাশের হিড়িক লেগেছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এর মাধ্যমে একদলীয় শাসন পাকাপোক্ত করতে চায়।

তিনি বলেন, কেবলমাত্র ক্ষমতাসীনদের স্বার্থে দেশে প্রশাসনিক, বিচার ও আইনি ব্যবস্থায় প্রতারণামূলক নীতি কার্যকর আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটিই প্রতিফলন। তাই তিনি যা ইচ্ছা তাই করার হুমকি দেন। আপনারা দেখেছেন, শুধুমাত্র ন্যায্য ও গণতন্ত্রপ্রতিষ্ঠার কথা বলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে একের পর এক মামলার হিড়িক চলছে। বুধবারও (২৪ অক্টোবর) তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির এ নেতা আরও বলেন, কুমিল্লার মুরাদনগর, কুমিল্লা উত্তর, সিলেট জেলা ও মহানগর, লালমনিরহাট, মানিকগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, চট্টগ্রাম, মেহেরপুর, শেরপুর ও ব্রাহ্মণবাড়ীয়া থেকে বুধবার কয়েকশ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দাবি জানান তিনি।

বিএনপি,সিনিয়র যুগ্ম মহাসচিব,রুহুল কবির রিজভী,সরকার,আইন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close