• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু নভেম্বরে

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ১৪:৫৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন নভেম্বরেই শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গাদের প্রথম ব্যাচকে প্রত্যাবাসন করা হবে বলে আশা করছি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো-এর সঙ্গে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রত্যাবাসন করা সম্ভব। আমরা দেখছি আমাদের দুই পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার জন্য আমার দু’জনেই আগামীকাল (বুধবার) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছি।

এসময় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, আমাদের দুই পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে এবং আমরা দুই পক্ষই দ্রুত প্রত্যাবাসন শুরু করতে চাই।

তিনি বলেন, আমরা রাখাইনে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে রয়েছে সেখানকার পুলিশ এবং জনগণকে সচেতন করা। যাতে করে রোহিঙ্গারা বৈষম্যের শিকার না হয়।

বুধবার (৩১ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে মিন্ট থোয়ের।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হলে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

/একে

রোহিঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close