• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথম দফায় মিয়ানমার ফিরছে দুই হাজার রোহিঙ্গা

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ১৫:৩৬
কক্সবাজার প্রতিনিধি
ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম দফায় দুই হাজার লোককে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো।

বুধবার (৩১ অক্টোবর) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মিয়ানমারের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ থেকে পাঠানো ৮ হাজার ৩২ জনের তালিকার মধ্যে ৫ হাজার এরই মধ্যে জনকে শনাক্ত করা হয়েছে।

এর আগে প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গাদের মাঠ পর্যায়ের অবস্থা জানতে সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান প্রতিনিধি দলের প্রায় ৩০ সদস্য। এ দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। যৌথ ওয়ার্কিং গ্রুপে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র সচিব মিন্ট থো।

প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের ডি -৫ ব্লক পরিদর্শন করে নির্যাতিত কিছু রোহিঙ্গার সঙ্গে কথাও বলেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন মিন্ট থো।

/একে

রোহিঙ্গা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close