• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রায় কার্যকর করবোই: আইনমন্ত্রী

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৮, ১৪:৫৭ | আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৫:০৫
নিজস্ব প্রতিবেদক

জাতীয় চার নেতা হত্যা মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (০২ নভেম্বর) রাজধানীর বিয়াম অডিটরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জেলহত্যা মামলার সাজাপ্রাপ্তদের রায় কেন কার্যকর হচ্ছে না এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, রায় কার্ষকর করা হচ্ছে না এটার সাথে আমি একমত না। কারণ বঙ্গবন্ধু হত্যা মামলা আর জেল হত্যা মামলা এ দু’টো মামলার আসামি যারা তারা একই।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আগে হয়ে যাওয়াতে তাদের সেই পাঁচজন খুনির দণ্ডাদেশ আমরা কার্যকর করেছি। তার মধ্যে দিয়ে জেল হত্যা মামলার আসামিরও দণ্ডাদেশ কার্যকর হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, দ্বিতীয়ত এখনও যাদেরকে পাওয়া যায়নি তাদেরকে আমরা শুধু খুঁজছি না, আমি দৃঢ়ভাবে বলতে চাই তাদেরকে এনে এই রায় আমরা কার্যকর করবোই, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় সংলাপ করেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে যারা কথা বলেছেন, তাদের মধ্যে ছিলেন আনিসুল হকও।

সংলাপ নিয়ে জানতে চাইলে কোনো কথা বলতেই রাজি হননি তিনি। বলেন, এ বিষয়ে কিছুই বলব না।

/অ-ভি

আইনমন্ত্রী,আনিসুল হক,রায়,কার্যকর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close