• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘সংলাপ চলবে, নির্বাচনও হবে, অস্থির হওয়ার কিছু নেই’

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৮, ১৭:৩৯
গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংলাপ চলবে, নির্বাচনও হবে এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।

শুক্রবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে রংপুর বিভাগের সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চায়।

এ সময় রাশেদ খান মেনন আরো বলেন, গত দশ বছরে সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। যার ফলে উত্তরের মঙ্গা’কে বিদায় দিয়ে সমৃদ্ধ উত্তরবঙ্গ গড়তে নানা মুখী পদক্ষেপ নিয়েছে সরকার। আগামীতে উন্নয়নের সম্ভাবনা টিকিয়ে রাখতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমা, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া এবং রংপুর বিভাগের সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা।

/পি.এস

গাইবান্ধা,সংলাপ,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close