• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘ঐক্যফ্রন্টের নেতারা গণভবনের খাওয়াকে অস্বীকার করতে পারলেন না’

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ১৮:৪২ | আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৮:৪৪
ঠাকুরগাঁও প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংলাপও চলবে নির্বাচনও হবে । তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে।

রাশেদ খান মেনন ঐক্যফ্রন্টের নেতা ড.কামাল, মান্না, রবকে বিএনপি’র ভাড়াটিয়া নেতা আখ্যায়িত করে বলেন, তারা নাকি গণভবনে গিয়ে কিছু খাবে না। কিন্তু গণভবনে গিয়ে ঠিকই মোরগ পোলাও খেয়ে আসলেন। জাতীয় ঐক্যর নেতারা গণভবনের খাওয়াকে অস্বীকার করতে পারলেন না।

শনিবার (৩ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ওয়ার্কাস পার্টির জনসভায় ঠাকুরগাও- ৩ আসনের এমপি ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মানুষের উপর হামলা, ট্রাকের উপর হামলা এমনকি অবলা পশুকে পর্যন্ত রেহায় দেননি। বেগম জিয়া বলেছিল এ আন্দোলন চলবে এখন আন্দোলন কোথায়? এতিমের টাকা মেরে আপনি এখন জেল খানায়। ৫ বছরের সাজা এখন ১০ বছর হয়েছে।

তিনি অরো বলেন, যদি নির্বাচনে না আসেন তাহলে মানুষের মন থেকে উঠে গিয়ে দল হিসেবে বিলীন হয়ে যাবেন। আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড চান তা দেওয়া হবে সভা সমাবেশ করতে দেওয়া হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করার চিন্তা করবেন না।

এ অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির পলিট বুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম হাক্কানী, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি আব্দুল হক সম্পাদক হবিবর রহমান।

ঠাকুরগাও জেলা ওয়ার্কাস পাটির্র সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা সদস্য কমরেড অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা সম্পাদক তৈমুর হোসেন, জেলা সদস্য এ্যাডভোকেট ইমরান ,জেলা নারী মুক্তি সংসদের সভাপতি আফরোজা রিকুসহ কমরেড আলমগীর হোসেন প্রমূখ।

/পি.এস

ঠাকুরগাঁও,ঐক্যফ্রন্ট,সমাজকল্যাণমন্ত্রী,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close