Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে ১০০টি আসন চাইবে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি।
সোমবার (১২ নভেম্বর) বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের।
তিনি জানান, প্রাথমিকভাবে ১০০ আসনের একটি তালিকা দিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে দর-কষাকষি শুরু করবে জাতীয় পার্টি। তবে সম্মানজনক আসন পেলেই জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে যাবেন।
জি এম কাদের বলেন, আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।
নির্বাচনী প্রতীক সম্পর্কে জাপার কো-চেয়ারম্যান বলেন, আমরা লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাব।
জাতীয় পার্টির ওপর জনগণের আস্থা আছে মন্তব্য করে জিএম কাদের বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন দেশে সুশাসন ছিল, দুর্নীতিমুক্ত ও গণতন্ত্র ছিল। জনগণ চাইলে আমরা আবার ক্ষমতায় আসব।
/আরাফাত