• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ভোটে লড়বেন না বাম জোটের সিনিয়র নেতারা!

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪২ | আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০৩:০৯
নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তবে জোটের সিনিয়র নেতারা ভোটে অংশ নাও নিতে পারেন। সেক্ষেত্রে ভোটের মাঠে দেখা যেতে পারে মধ্যমসারির নেতাদের।

বাম জোটের কয়েকজন নেতা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। ফলে সরকার তাদের একপ্রকার বেকায়দায় রেখেই নির্বাচনের আয়োজন করছে। এতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অনিশ্চয়তা রয়েছে বলে বিশ্বাস বাম জোটের নেতাদের। আর এ কারণেই সিনিয়র নেতারা নির্বাচন এড়িয়ে যেতে চাইছেন।

সূত্র জানায়, নির্বাচনে অনাগ্রহী সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক সাইফুল হক, বাসদ (জামান) খালেকুজ্জামান, মোশরেফা মিশু প্রমুখ।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম অবশ্য তার নির্বাচনে অংশ নেওয়ায় অনীহার পেছনে শারীরিক অসুস্থতাকেই কারণ হিসেবে বলছেন। সিনিয়র এই বামনেতা জানান, আমার শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না। আমাদের বাম ধারার রাজনৈতিক দলগুলো কেবলই নির্বাচনকেন্দ্রিক নয়, আরও নানা রকম কাজ থাকে। সেক্ষেত্রে পুরো লিডারশিপই নির্বাচনে অংশ নেয় না। এতে কোনও সমস্যা নেই।

বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, আমি নির্বাচনে অংশ নেবো কিনা, এখনও সিদ্ধান্ত নিতে পারিনি।

একই কথা শোনা যাচ্ছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুর ব্যাপারেও। গণতান্ত্রিক বাম জোটের এক শীর্ষ নেতা জানিয়েছেন, মোশরেফা মিশু নির্বাচনে অংশ নেবেন না।

এদিকে, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে মার্কার প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রার্থী হিসেবে যেসব কেন্দ্রীয় নেতার নাম এসেছে, তারা হলেন—সিপিবি’র সাবেক সভাপতি মনজুরুল আহসান খান (জামালপুর-২), সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন (নরসিংদী-৪), প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ (গাইবান্ধা-২), আবদুল্লাহ ক্বাফী রতন (কুমিল্লা-৫), রফিকুজ্জামান লায়েক (ফরিদপুর-৩), কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ (নেত্রকোণা-১), ডা. ফজলুর রহমান (নওগাঁ-৪), অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত (ময়মনসিংহ-৪), জলি তালুকদার (নেত্রকোণা-৪), আহসান হাবীব লাবলু (ঢাকা-১৩), আজহারুল ইসলাম আরজু (মানিকগঞ্জ-৩), সাজেদুল হক রুবেল (ঢাকা-১৫), অ্যাডভোকেট. মন্টু ঘোষ (নায়ারণগঞ্জ-৫), মৃণাল চৌধুরী (চট্টগ্রাম-১), আমিনুল ফরিদ (বগুড়া-৭), অ্যাডভোকেট সোহেল আহমেদ (ভোলা-১), লীনা চক্রবর্তী (ঢাকা-১৯) প্রমুখ।

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন গ্রহণ করা হবে।

/আরাফাত

বাম গণতান্ত্রিক জোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close