• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যে ২৫ আসন চায় ড. কামালের গণফোরাম

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১২:০৩
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনর নেতৃত্বেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। ইতোমধ্যে ফ্রন্টের সব দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্তও নিয়েছে। এখন চলছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কাজ। ড. কামাল হোসেনের মূল দল গণফোরামও তাদের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করছে।

জানা গেছে গণফোরামের প্রায় শতাধিক ফরম বিক্রিও হয়েছে। এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে ২৫ জনের তালিকা দেওয়া হবে ঐক্যফ্রন্টের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা বলেন, ড. কামাল স্যার ৫০টি আসন চাইবেন। এর মধ্যে দলের ২৫ জন ও সুশীল সমাজের ২৫ জনের তালিকা দেওয়া হবে।

এদিকে ১৮ তারিখের পরে এই তালিকা নিয়ে বসবে ঐক্যফ্রন্ট।

গণফোরাম ঐক্যফ্রন্ট থেকে যে আসনগুলো চাইতে পারেন- সুব্রত চৌধুরী চট্টগ্রাম-১৪, মফিজুল ইসলাম খান কামাল মানিকগঞ্জ-৩, মোস্তফা মহসিন মন্টু ঢাকা-২, এএইচ এম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, এসএম আলতাফ হোসেন নরসিংদী-২ অথবা ঢাকা-৫, জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, জামাল উদ্দিন আহমেদ ঢাকা-২০, আ ও ম শফিক উল্লাহ লক্ষীপুর-৩, মোস্তাক আহমেদ কুমিল্লা-৩, রফিকুল ইসলাম পথিক মেহেরপুর-২, জানে আলম চট্টগ্রাম-১৩, সেলিম আকবর চাঁদপুর-৩, আব্দুল্লাহ আল মাহমুদ শেরপুর-৩, আব্দুর রশীদ মাখন মোলভীবাজার-৩, হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, মকসুদুর রহমান গাইবান্ধা-২, আব্দুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা-১১, রবিউল ইসলাম তরফদার জামালপুর-৪, মো. মিজানুর রহমান মাগুরা-১, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী ঢাকা-১৮, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম গাজীপুর-১, আলী নূর বাদল সাতক্ষীরা-২, ফরিদা ইয়াসমিন নরসিংদী-৪, মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩। এদিকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কোন আসন থেকে নির্বাচন করবেন তা এখনও ঠিক হয়নি।

/রবিউল

জাতীয় ঐক্যফ্রন্ট,ড. কামাল হোসেন,গণফোরাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close