• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

নির্বাচনে হারার ভয়ে নাশকতা সৃষ্টি করছে বিএনপি: কাদের

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নাশকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আসলে জনসমর্থনের যে পারদ সেখানে তাদের (বিএনপি) অবস্থান একেবারে নিচের দিকে। এটা তারা বুঝতে, জানতে ও অনুধাবন করতে পেরেছে। এজন্য হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে এবং বেপরোয়া বক্তব্য রেখেছেন।

তিনি আরও বলেন, আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাঙচুর করবে, ২০ জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে আর এটি বিনা শাস্তিতে চলে যাবে? তফসিল ঘোষণার পর এই দুঃসাহস তারা কিভাবে দেখাচ্ছে?

উল্লেখ্য, ১২ নভেম্বর (সোমবার) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেন। নতুন তফসিলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর।

/অ-ভি

নির্বাচন,নাশকতা,বিএনপি,সেতুমন্ত্রী,ওবায়দুল কাদের,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close