• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জাপা’র মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার পিছিয়ে ২০ নভেম্বর

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ২০:৪৫
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে২০ নভেম্বর।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন থেকে তফসিল পুনঃনির্ধারণ করার প্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলা থেকে জাতীয় পার্টির নেতাদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য আরও দুদিন সময় প্রার্থনা করায় সাক্ষাৎকারের সময় দুদিন পিছিয়ে দেয়া হলো।

নতুন তারিখ অনুসারে ২০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে (গুলশান-১) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

ওইদিন যেসব প্রার্থী জাতীয় পার্টির মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন- তাদের সবাইকে যথাসময়ে উল্লেখিত কনভেনশন সেন্টারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

জানা যায়, দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন পার্লামেন্টারি বোর্ড।

জাতীয় পার্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close