• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২২৩ প্রার্থীর তালিকা প্রকাশ করলো জাসদ

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ১৮:২৯ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৮:৪১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে ২২৩ জনের তালিকা চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

সোমবার (১৯ নভেম্বর) দলীয় সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।

জাসদ সূত্রে জানা যায়, ১৪ দল ও মহাজোট নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত দলীয় প্রার্থীরা পরবর্তীতে মনোনয়নপত্র/প্রার্থিতা প্রত্যাহার করবেন।

সূত্র জানায়, প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রদান শুরু হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে মনোনয়নপত্র/প্রার্থিতা প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর নেয়া হচ্ছে। পরবর্তীতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি প্রদান করা হবে।

জাসদের প্রার্থী তালিকা:

সভায় উপস্থিত ছিলেন পার্লামেন্টারি বোর্ডের সদস্য শিরীন আখতার, অ্যাডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা।

বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

/আরাফাত

জাসদ,হাসানুল হক ইনু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close