• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যবহার করা যাচ্ছে না স্কাইপ

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ২১:৪২
নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপ ব্যবহার করা যাচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপি বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। যদিও কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।

সোমবার (১৯ নভেম্বর) এই সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে স্কাইপ বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছে, বিটিআরসির ওই নির্দেশনা পাওয়ায় তারা স্কাইপ বন্ধ করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে স্কাইপের সব সেবা বন্ধ রয়েছে।

/অ-ভি

ব্যবহার,স্কাইপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close