• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০১৮, ১৪:০৮ | আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৪:৪৯
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। যশোরের বিএনপি নেতাকে অপহরণের পর হত্যা ও সম্প্রতি পিএইচডি গবেষক নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই এসব ঘটনার রহস্য উদঘাটন হবে।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর খামার বাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে এসব ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। কিন্তু কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি, এসব ঘটনার সাথে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা নেই।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গুম ও খুনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আশকোনার বন্ধুর বাসা থেকে রাত ১০টার দিকে বের হয়েছিলেন পিএইচডি গবেষক এনামুল হক মিলন। রাত ১টায় তাঁর বিমানে ওঠার কথা ছিল। বন্ধুর ছোট ভাই তাঁকে রিকশায় উঠিয়ে বিদায় দেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠে।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবুর লাশ পাওয়া যায় রাজধানীর বুড়িগঙ্গা নদীতে।

/আরিফ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close