• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যারিস্টার মইনুলের পরবর্তী শুনানি ৩ জানুয়ারি

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৮, ১৮:২৩
নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য ৩ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস্ সামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

এদিন দুপুর দেড়টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতাকে কারাগার থেকে পুরান ঢাকার আদালতে আনা হয়। সেখানে দুই পক্ষেন মধ্যে শুনানি হয়।

শুনানি শেষে বিচারক মোহাম্মাদ আস্ সামছ জগলুল হোসেন চার্জশিট আমলে গ্রহণ করে জামিন বিষয়ে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ জানুয়ারি অধিকতর জামিন শুনানির দিন ধার্য করেন।

প্রসঙ্গত, একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন বলে মইনুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠে। এ ঘটনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রভাবশালী এই সদস্যের বিরুদ্ধে মানহানির ২২টির মামলা হয়। রংপুরে হওয়া একটি মামলায় মইনুল হোসেনকে গত ২২ অক্টোবর গ্রেপ্তারের পর ২৩ অক্টোবর আদালত তাকে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

/রবিউল

ডিজিটাল নিরাপত্তা আইন,মইনুল হোসেন,মাসুদা ভাট্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close