• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সাজা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮ | আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:১০
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় একাদশ জাতীয় নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির মনোনীত সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। রোববার (২ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

শনিবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাবিরা সুলতানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজা স্থগিত করেন বিচারপতি মোহাম্মদ রইচ উদ্দিনের একক বেঞ্চ আদেশ দেন।

ওইদিন মুন্নীর আইনজীবী আমিনুল ইসলাম জানান, বিচারিক আদালতের দেয়া মুন্নীর দণ্ড স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে যারা নির্বাচনে অংশ নিতে চান তারা হাইকোর্টে দণ্ড বা সাজা স্থগিত করে নির্বাচনে অংশ নিতে পারবেন।

এছাড়া আদালত বলেছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দণ্ডিত বলা যাবে না। প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংবিধান অনুসারে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে অযোগ্য।

অর্থাৎ দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই হাইকোর্টের একক বেঞ্চের এ আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। এ আদেশ সংবিধান পরিপন্থী।

/রবিউল

একাদশ জাতীয় নির্বাচন,বিএনপি,সাবিরা সুলতানা,অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close