• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

অবাধে বালু উত্তোলন, হুমকিতে সোমেশ্বরী

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:০৩ | আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:০৯
নেত্রকোনা প্রতিনিধি

সে নদীর জল আয়নার মুখে মুখ লাগিয়ে যেন স্বচ্ছতার কথা কয় সারাবেলা। বর্ষা আসি আসি করতেই কোমর বেঁধে তৈরি হয়ে যায় সে নদী। নদীর নাম সোমেশ্বরী। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত এ নদীটি কালের বিবর্তনে প্রাকৃতিক বৈচিত্র্যতা বিপন্ন প্রায়। নদী থেকে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে নদীটির পাশাপাশি শহর রক্ষাবাঁধও।

জানা যায়, চলতি বছর নেত্রকোনার ৭টি বালু মহালকে ৪ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার টাকা ইজারা দেয় প্রশাসন। এরমধ্যে দুর্গাপুর উপজেলাতেই রয়েছে ৫টি, কলমাকান্দা ও সদরে রয়েছে একটি করে।

এলাকাবাসী জানান, অতিরিক্ত মুনাফার আশায় লাইসেন্স ছাড়াই নদী দখল করে বালু তোলার মহা উৎসবে মেতেছে এক শ্রেণির প্রভাবশালী। যত্রতত্র ড্রেজিং করায় হুমকির মুখে পড়েছে নদী। মেশিনের বিকট শব্দে নদী পাড়ের মানুষের জীবনযাপন অতিষ্ঠ।

তারা আরও জানান, প্রভাবশালীদের ভয়ে আর আতঙ্কে কোনও প্রতিবাদ করতে পারেন না। এছাড়া শত শত ট্রাকে করে অতিরিক্ত বালু নিয়ে চলাচল করায় সড়কেরও বেহাল অবস্থা।

স্থানীয় শ্রমিক নেতা মো. আলাল মিয়া বলেন, ১০০ মিটার দূর থেকে বালু উত্তোলন করার কথা। কিছুদিন পর এখান থেকে আর বালু তোলা হবে না, মাঝ নদী থেকে বালু তোলা হবে।

এ অবস্থায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনুল ইসলাম। তিনি বলেন, মোবাইল কোর্টসহ অন্যান্য তদারকি কাজ চলছে। এর বাইরে কোনও অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থাকি।

/অ-ভি

বালু,উত্তোলন,হুমকি,সোমেশ্বরী নদী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close