• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তারেক মাসুদের জন্মদিনে ডুডলে ‌‌‘মাটির ময়না’

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:২০ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:২২
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

বাংলাদেশের গুণী নির্মাতা তারেক মাসুদ। জন্মদিনে তাকে সম্মান জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। গুগল ওয়েবসাইটের হোমপেজে দেওয়া গুগলের সাময়িক লোগোকে গুগল ডুডল বলা হয়। বিভিন্ন দিবস, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের মনীষীকে শ্রদ্ধা জানিয়ে এ ডুডল বানানো হয়।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) এ চলচ্চিত্র নির্মাতার ৬২তম জন্মদিনে গুগল তার ডুডলে হাতে একটি ময়না পাখির স্কেচ প্রকাশ করে তাকে স্মরণ করেছে।

সম্পর্কিত খবর

তারেক মাসুদ ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেড়ি (১৯৮৫) এবং সবশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রানওয়ে’ মুক্তি পায় ২০১০ সালে। চলচ্চিত্রে তার অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

তার চলচ্চিত্রগুলোর মধ্যে রানওয়ে, আ কাইন্ড অফ চাইল্ডহুড, মাটির ময়না, নারীর কথা, মুক্তির কথা, ইন দ্য নেইম অব সেফ্‌টি, ভয়েসেস অফ চিলড্রেন, মুক্তির গান, ইউনিসন, সে, আদম সুরত, অন্তর্যাত্রা অন্যতম।

এর আগে সত্যজিৎ রায়, হুমায়ূন আহমেদ ও শামসুর রাহমানকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।

/রবিউল

তারেক মাসুদ,গুগল ডুডল,মাটির ময়না
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close