• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বিএনপির অভিযোগের জবাব নির্বাচন কমিশন দিতে পারবে’

প্রকাশ:  ০৬ ডিসেম্বর ২০১৮, ১৩:০৪ | আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৩:০৮
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

টার্গেট করে নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে কিনা বিএনপির এমন অভিযোগের জবাব নির্বাচন কমিশন দিতে পারবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, তাদের (বিএনপি প্রার্থী) আপিল করার সুযোগ রয়েছে এবং আপিল করেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ভালো বলতে পারবেন। তবে তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমসহ দলীয় নেতাকর্মীরা।

/অ-ভি

বিএনপি,অভিযোগ,নির্বাচন কমিশন,আনিসুল হক,আইনমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close