• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সিএনএন’র প্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:২৪
আন্তর্জাতিক ডেস্ক

বার্তা সংস্থা সিএনএন’র প্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ এই বোমা আতঙ্কের কারণে কর্মীদের কার্যালয় থেকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিউজরুমে কয়েকটা ফায়ার এলার্ম বেল বা আগুন বিপদাশঙ্কা ঘন্টাধ্বনি বেজে ওঠে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ‘ফোন বোমা’ আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির সকল কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন’র অনলাইন সংস্করণে।

এদিকে বোমা আতঙ্কের কারণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের ট্রাক নিয়েছে। এছাড়া সিএনএন কার্যালয়ের আশেপাশের এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সিএনএন’র প্রধান কার্যালয়াটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।

পিবিডি/রবিউল

সিএনএন,নিউইয়র্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close