• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কারাগারে বিএনপি নেতা দুলু

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ২০:২০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গুলশানের বাসা থেকে বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, শেরেবাংলা নগর থানার নাশকতার একটি মামলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করলে সোমবার তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেয় আদালত।

কিন্তু মঙ্গলবার হাইকোর্টের ওই নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল রাখেন। এ রায়ের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারছেন না তিনি।

/পিবিডি/আরাফাত

রুহুল কুদ্দুস তালুকদার দুলু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close