• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ড. কামাল বিএনপি-জামায়াতের পাহারাদার: মেনন

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনের মহাজোট প্রার্থী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তার সারাজীবনের নীতি-আদর্শ বিসর্জন দিয়ে এখন বিএনপি-জামায়াতের পাহারাদার হয়েছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণসংযোগে এমন কথা বলেন তিনি।

সম্পর্কিত খবর

    মতিঝিল, রমনা, শাহবাগ ও পল্টন এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ অাসন থেকে এবার নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

    গণসংযোগ ও মতবিনিময়কালে মেনন বলেন, ড. কামাল হোসেন তার সারাজীবনের নীতি-আদর্শ বিসর্জন দিয়ে এখন বিএনপি-জামায়াতের পাহারাদার হয়েছেন। এই ঐক্যের বিষয়ে ইলেকশনের যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নের জন্য সারাদেশে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এ দেশের জনগণ এ ধরনের মৌসুমী রাজনীতিবিদদের আগেও গ্রহণ করে নাই, এখনও করবে না’ বলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি।

    এদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণসংযোগ চালিয়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সঙ্গে মতবিনিময় করে নৌকার পক্ষে ভোট চান তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ ও বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকির, স্বাচিপ নেতা ডা. আলাউদ্দিন প্রমুখ।

    /এসএফ

    সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close