• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যারিস্টার মইনুলের জামিন মঞ্জুর

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৪২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

টেলিভিশনে টকশোতে নারী সাংবাদিককে অপমানসূচক মন্তব্য করার ঘটনায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াত নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ মন্তব্য করেন।

এ ঘটনায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। এছাড়া রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা হয়।

রংপুরে করা মানহানির এক মামলায় ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

/পিবিডি/আরাফাত

ব্যারিস্টার মইনুল হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close