• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

হুমকি ধামকি দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: হানিফ

প্রকাশ:  ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:০৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:২৪
কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন দুর্নীতির অভিযোগে আদালতের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে এবং অন্যজন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে পলাতক।

তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পুনরায় রাজনীতিতে ফিরে আসার জন্য জনবিচ্ছিন্ন নেতাদের শরণাপন্ন হয়ে ঐক্যফ্রন্ট গঠন করে মাঠে ফেরার চেষ্টা করছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির সন্ত্রাসী নেতা তারেক রহমান দেশের বাইরে থেকে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তাদের মূল লক্ষ্য নির্বাচনকে বানচাল করা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার যেকোন ধরনের সহিংসতা দমন করতে বদ্ধপরিকর। সুতরাং হুমকি ধামকি দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

/পি.এস

কুষ্টিয়া,হানিফ,নির্বাচন,হুমকি ধামকি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close