• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৪৩, আহত ৫৮৪

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১
আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেইট উপকূলে সুনামির আঘাতে ৪৩ জন নিহত হয়েছেন। এতে ৫৮৪ জন আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দ্য ওয়েদার চ্যানেল।

দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন।

ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, এ সুনামি কোনও ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। ভূ-গর্ভস্থ ভূমিধসের কারণে হয়েছে। লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাব থেকে এ ভূমিধসের উৎপত্তি হয়েছে।

সান্দা স্ট্রেইট উপকুল জাভা দ্বীপ ও সুমাত্রাকে জাভা সাগরে সংযোগ করেছে। এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে যেনো ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। যাতে নিহত হয়েছিলেন প্রায় এক হাজার ২০০ মানুষ।

/অ-ভি

ইন্দোনেশিয়া,সুনামি,নিহত,আহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close