• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

আমরা সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছি: প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৭ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে সুন্দর অসাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে উল্লেখ করে প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছি। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে আমি আপনাদের সবার সহযোগিতা চাই।’

সোমবার (২৪ ডিসেম্বর) রাতে গণভবনের সবুজ চত্বরে বড়দিনের আগের রাতে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের গ্রহণ করা ‘ধর্ম যার যার কিন্তু উৎসব সবার’ স্লোগান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা মনেপ্রাণে এই স্লোগান বিশ্বাস এবং সে অনুযায়ী সব উৎসব পালন করি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চাইতেন এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। এই দেশ সব জাতি, ধর্ম ও বর্ণের মানুষের। যারা এই দেশের মাটিতে জন্ম নিয়েছে তারা বাংলাদেশের সন্তান। সবাই সমভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে।

জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলায় তার দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সকলে সুখে শান্তিতে বসবাস করবে যেখানে জঙ্গিবাদ সন্ত্রাস এবং মাদকের স্থান হবে না।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য রেমন আরেং, বাংলাদেশ খ্রিস্টান লীগের সাধারণ সম্পাদক ড্যানিয়েল ডি’কষ্টা, জুয়েল আরেং।

পিবিডি-এনই

বড় দিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close