Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textবিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে মাহীকে নয়, ভোট দিন শেখ হাসিনাকে। বিজয়ী করুন নৌকাকে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মাঠে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে মহাজোটের প্রার্থী মাহী বি চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বি চৌধুরী বলেন, ১০ বছর আগে মানুষের গড় আয়ু ছিল ৫০-৫৫ বছর। শেখ হাসিনার আমলে মানুষের গড় আয়ু হয়েছে প্রায় ৭০ বছর। ১০ বছর আগে মাছ পাওয়া যেতো না। এখন মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে বিদেশিদের এক টাকা সাহায্যও লাগেনি। শেখ হাসিনার চেষ্টায় পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। উন্নয়নের ধারায় বাংলাদেশ বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।
এসময় নিজের বাবার স্মৃতিচারণ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, মাহীর ভাগ্য ভালো, মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন চৌধুরী তার দাদা।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরী। উপস্থিত ছিলেন বদিউজ্জমান ডাবলু, গোলাম সারোয়ার কবীর, গিয়াস উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এসএম সোহরাব হোসেন, আবুল কাশেম, হেলেনা ইয়াসমিন, ইকবাল হোসেন প্রমুখ
/পিবিডি/আরাফাত