• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ভোট ডাকাতি’র প্রতিবাদে প্রথম কর্মসূচি দিল বাম জোট

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৯, ০২:৫৩ | আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৩:২৫
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘ভোট ডাকাতি’র প্রতিবাদ ও ফলাফল বাতিলের দাবি জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার সারাদেশে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এই জোট। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে।

গত রোববার ‘প্রহসনের’ নির্বাচন হয়েছে দাবি করে নতুন করে নির্বাচনের দাবি আগেই জানিয়েছিল বাম জোট।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তুলেছে। বৃহস্পতিবার বিকালে জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

বাম জোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close