• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘ঝেঁটিয়ে বিদায় করা হয়নি, স্বেচ্ছায় অবসরে যাচ্ছি’

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০১৯, ১৪:১৬ | আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫
নিজস্ব প্রতিবেদক

সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়নি। আমি নিজ ইচ্ছায় অবসরে যাচ্ছি। এটি একটি বিরল সম্মান ও সৌভাগ্যও বটে।

সোমবার (০৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, ৮৫ বছর বয়সেও বাংলাদেশের মতো একটি জটিল রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মতো একটি জটিল মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। গত ১০ বছরে বাংলাদেশ একটি পর্যায়ে উন্নীত হয়েছে। এই ১০ বছর সুচারুভাবে সরকার পরিচালনা করেছি।

অবসরে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, এখন থেকে অবসর সময়ে বই পড়বো ও লেখালেখি করবো। আমার কালেকশানে ৫০ হাজার বই আছে। এগুলো সব পড়া হয়নি। চিন্তা করছি অবসরে গিয়ে এগুলো কিছু কিছু পড়তে শুরু করবো।

সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আরও বলেন, আরেকটি কাজ আমি করবো। সেটা হচ্ছে এই পড়ার ওপরে আমি লেখালেখি করবো।

/অ-ভি

বিদায়,ইচ্ছা,অবসর,অর্থমন্ত্রী,আবুল মাল আব্দুল মুহিত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close