• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

চতুর্থ দিনের মত রাস্তায় পোশাক শ্রমিকরা

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১০:৪৩ | আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছে গার্মেন্টস শ্রমিকরা। বুধবার (৯ জানুয়ারি) সকাল থেকেই মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

এছাড়া, সাভার ও রাজধানীর দক্ষিণখান এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। নতুন বেতনের দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে সকাল থেকেই কালশীতে সামনে শ্রমিকরা জড়ো হতে থাকেন। এরপর মূল সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পিবিডি/পি.এস

পোশাক শ্রমিকরা,রাস্তা,মজুরি,গার্মেন্টস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close