• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উত্তরাঞ্চলসহ কয়েক জেলায় শৈত্যপ্রবাহ

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০১৯, ১৩:৫২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পৌষের শীতে বিচিত্র এক আচরণ করছে প্রকৃতি। বেশ কয়েক দিন ধরে রাত থেকে পড়ছে ঘন কুয়াশা।গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি স্থানে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন জেলা ভেদে তাপমাত্রা ৭ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ঢাকা জেলার মাদারিপুর জেলায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারী কুয়াশা দেখে গেলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজার অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এমাসে আরও অন্তত ৪/৫টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। তবে নদী অববাহিকায় কুয়াশা বেশি পড়তে পারে। দেশের অনেক এলাকা দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকতে পারে।

পিডিবি/জিএম

উত্তরাঞ্চল,শৈত্যপ্রবাহ,জেলা,আবহওয়া অধিদপ্তর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close