• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শ্রমিক নির্যাতনের অভিযোগে

চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:০১
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রামে শ্রমিক নির্যাতনের অভিযোগ এনে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সোমবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রামের পাঁচ জেলায় এ ধর্মঘট পালন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃজেলা সড়ক শ্রমিক ইউনিয়নের চট্টগ্রামের সভাপতি হাজী রুহুল আমিন ।

তিনি আরো জানান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ ও মালিক সমিতির যুগ্ম সম্পাদক খোরশেদ আলমের ওপর হামলাসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পিবিডি/পি.এস

চট্টগ্রাম,পরিবহন ধর্মঘট,শ্রমিক নির্যাতন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close