• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

এই মৌসুমী আওয়ামী লীগের এমপি হতে চায়

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:১৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:৪৩
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সক্রিয় সদস্য চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী।

সম্পর্কিত খবর

    বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক গুলজার।

    মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত এই ফরম বিক্রির কার্যক্রম চলবে বলে জানা গেছে।

    প্রসঙ্গত, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি আসন পাচ্ছে।

    উল্লেখ্য, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বিএনপির সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের হয়ে নানা কর্মসূচীতে সক্রিয় অংশ নিয়েছেন প্রায় ২০০টির উপর সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী। পিবিডি/আরিফ

    আরিফা পারভিন মৌসুমী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close