• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘নির্বাচনে কোনও ভুলের কারণে যেন বিতর্কের সৃষ্টি না হয়’

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩২
গাইবান্ধা প্রতিনিধি

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, এই নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন যেমন দৃষ্টি রাখছেন অন্যরাও একইভাবে নজর রাখছেন। সুতরাং কঠোরভাবে সতর্ক থাকতে হবে যাতে কারো কোনো ভুলের কারণে কোনো বিতর্কের সৃষ্টি না হয়।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য গাইবান্ধা-৩ আসনের নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি সুন্দর এবং ভালো নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। তাই স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের আগামী ২৭ জানুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, আগামী ২৭ জানুয়ারির স্থগিত গাইবান্ধা-৩ আসনটির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সে জন্য সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিনের মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্যসহ জেলা ও সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সম্পর্কিত কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

পিবিডি/রবিউল

নির্বাচন কমিশন,হেলালুদ্দীন আহমদ,রংপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close